আয়কর মেলা: ষষ্ঠ দিনে রাজস্ব আদায় ছাড়িয়েছে ২ হাজার কোটি টাকা
১৯ নভেম্বর ২০১৯ ২১:০২
ঢাকা: দশম আয়কর মেলায় ষষ্ঠ দিন (১৯ নভেম্বর) শেষে রাজস্ব আদায়ের পরিমাণ ২ হাজার ১৬ কোটি ৪৫ লাখ ২১ হাজার টাকা ছাড়িয়েছে। এর মধ্যে প্রথম দিন ৩২৩ কোটি ১৮ লাখ টাকা, দ্বিতীয় দিন ৪৭৯ কোটি ১ লাখ ২৮ হাজার টাকা, তৃতীয় দিন ২৬২ কোটি ২ লাখ ৯২ হাজার টাকা, চতুর্থ দিন ২৮২ কোটি ৫৭ লাখ টাকা, পঞ্চম দিন ৩১১ কোটি ৮৫ লাখ টাকা এবং ষষ্ঠ দিন রাজস্ব আদায় হয়েছে ৩৫৭ কোটি ৭৯ লাখ টাকা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দশম আয়কর মেলা ঘুরে রাজস্ব আদায়ের এই তথ্য পাওয়া গেছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানিয়েছে, আয়কর মেলার ষষ্ঠ দিনে মেলা থেকে সেবা নিয়েছেন ২ লাখ ৫২ হাজার ৮১৫ জন। রির্টান দাখিল করেছেন ১ হাজার ১৯ হাজার ১৪৫ জন। এদিন নতুন ই-টিআইএন নিয়েছেন ৫ হাজার ৩২৫ জন। এ নিয়ে গত ছয় দিনে আয়কর মেলা থেকে সেবা নিয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৫৯২ জন। রিটার্ন জমা দিয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ৯১০ জন। আর নতুন কর নিবন্ধন (ই-টিআইএন) করেছেন ২৬ হাজার ৮৩১ জন।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে বাংলাদেশে আয়কর মেলা চালু হয়। ২০১০ সালে প্রথম মেলায় আয়কর মেলা দুটি স্পটে অনুষ্ঠিত হয়। ওই মেলায় ৫২ হাজার ৫৪৪ জন আয়কর রিটার্ন দাখিল করে এবং টিন ইস্যু নতুন হয়েছিল ৫ হাজার ৬৩৮ জন। প্রথম মেলায় আয়কর আদায় হয়েছিল ১১৩ কোটি টাকা। আর ২০১৮ সালে সবশেষ আয়কর মেলা ১৬৬টি স্পটে অনুষ্ঠিত হয়। ওই মেলায় ই-টিন ইস্যু হয়েছে ৪৫ হাজার ৪৩৭ জন। সবশেষ আয়কর মেলায় ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩ জন আয়কর রিটার্ন দাখিল করেন। ওই মেলায় আয়কর আদায় হয়েছিল ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা।
গত ১৪ নভেম্বর থেকে রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে শুরু হয়েছে ২০১৯ সালে দশম আয়কর মেলা, চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। এবছর সারাদেশের ১২০টি স্পটে মেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে আয়কর মেলা ২০ নভেম্বর পর্যন্ত চললেও করধারীরা নিজ নিজ কর অঞ্চলে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর জমা দিতে পারবেন। এছাড়া মেলার শেষ দিন হিসেবে আগামীকাল ২০ নভেম্বর রাত ৮টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম।