Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম টিভি বিতর্কে মুখোমুখি হচ্ছেন বরিস-করবিন


১৯ নভেম্বর ২০১৯ ২২:০২ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ২২:০৬

ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিরোধী নেতা জেরেমি করবিন প্রথমবারের মতো টিভি বিতর্কে মুখোমুখি হচ্ছেন। খবর বিবিসির।

মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় আইটিভিতে কনজারভেটিভ ও লেবার পার্টির এই দুই নেতাকে দেখা যাবে। বিতর্ক অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন জনপ্রিয় সংবাদ পাঠক জুলি ইচিকগাম।

নিজেদের প্রতিনিধি না থাকায় দ্য লিবারেল ডেমোক্র্যাটস ও দ্য স্কটিশ ন্যাশনাল পার্টি বিতর্কে নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। তবে লন্ডন হাইকোর্ট সে আবেদন বাতিল করে দেয়।

১২ ডিসেম্বরের নির্বাচনে গুরুত্ব পাচ্ছে ব্রেক্সিট ইস্যু। নিজের ব্রেক্সিট চুক্তিতে সম্মতি পেতে বরিস এই আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। ঘণ্টাব্যাপি এই বিতর্কে করবিনের সুযোগ থাকবে বরিস জনসনকে ধরাশায়ী করার।

জেরেমি করবিন বরিস জনসন যুক্তরাজ্য নির্বাচন ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর