Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএস চেম্বার অব কমার্স-ইউএস বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপের বৈঠক


১৯ নভেম্বর ২০১৯ ২৩:০৫ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ ১৪:২০

বাংলাদেশে বিকাশমান তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে ইউএস চেম্বার অব কমার্স, ইউএস বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সম্প্রতি এক গোলটেবিল বৈঠক আয়োজন করে। গত ১৮ নভেম্বর (সোমবার) বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নিয়ে ডিজিটাল বাংলাদেশের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

ইউএস চেম্বার অব কমার্স এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ এশিয়া) নিশা দেশাই বিসওয়াল এতে স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনায় ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন বিষয় উঠে আসে। শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণ, কর্মক্ষেত্রের ডিজিটালাইজেশন ও ব্যবসায়িক বিভিন্ন ইস্যুতে তারা কথা বলেন।

আলোচনায় অংশ নিয়ে ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের আজিজ আহমদ ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে তার প্রতিষ্ঠিত কোডারস ট্রাস্ট-বাংলাদেশের কার্যক্রমের কথা তুলে ধরেন। বাংলাদেশে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতার মাধ্যমে কোডারস ট্রাস্ট মেধাবী তরুণ ভাগ্যের উন্নয়ন করে যাচ্ছে বলেও এ সময় জানান তিনি।

ইউএস চেম্বার অব কমার্স ইউএস বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ