Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ৯ লবণ ব্যবসায়ীকে জরিমানা


২০ নভেম্বর ২০১৯ ০৩:৩০

নওগাঁ: নওগাঁয় চড়া মূল্যে বিক্রি ও অবৈধ মজুদের দায়ে ৯ জন লবণ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।

তিনি জানান, গুজব ঠেকাতে দিনব্যাপী অভিযান চালানো হয়। সেই অভিযানে বেশি দামে লবণ বিক্রি এবং অবৈধ মজুদের দায়ে ৯ জন লবন ব্যবসায়ীর জরিমানা করা হয়।

সারাদিন জেলা জুড়ে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত ২১টি মামলা দায়ের করেন। জব্দ করা হয় ২৭ বস্তা লবণ। আর জরিমানা করা হয়েছে ১ লাখ ৪৬ হাজার টাকা। এ সময় এক ব্যবসায়ীকে জেল দেওয়া হয়েছে।

লবণের বাজার আগের অবস্থায় না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সবাইকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন ডিসি হারুন-অর-রশীদ।

গুজব জরিমানা পেঁয়াজ লবণ লবণের দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর