Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্যাঙ্কলরি, প্রাণ গেলো ব্যবসায়ীর


২০ নভেম্বর ২০১৯ ১১:৪৭ | আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ১১:৪৮

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্যাঙ্কলরি চাপায় মোজাম্মেল হোসেন (৬৫) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার ফাঁসিতলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হোসেন উপজেলার কামারদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের আরজ উল্লার ছেলে। পুলিশ ট্যাঙ্কলরিটি আটক করেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী সারাবাংলাকে বলেন, ‘বুধবার সকাল ৯টার দিকে রংপুরমুখী দ্রুতগামী একটি ট্যাঙ্কলরি ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পানের দোকানে ঢুকে পড়ে। সেখানে দাঁড়িয়ে থাকা মোজাম্মেল হোসেন লরির চাপায় ঘটনাস্থলেই নিহত হোন। ট্যাঙ্কলরিটি আটক করা হয়েছে।’

গাইবান্ধা ট্যাঙ্কলরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর