সাত দিনের এশিয়া সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন পোপ ফ্রান্সিস
২০ নভেম্বর ২০১৯ ১৩:৪৮
সাত দিনের এশিয়া সফরে থাইল্যান্ড পৌঁছেছেন পোপ ফ্রান্সিস। বুধবার (২০ নভেম্বর) দেশটির ক্যাথোলিক সম্প্রদায়ের সাথে দেখা করার কথা রয়েছে তার। এই সফরে তিনি থাইল্যান্ডে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন এবং জাপানে পরমাণু কর্মসূচি বিরোধী একটি বক্তব্য রাখবেন তিনি। খবর রয়টার্স।
বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে পোপকে বহনকারি বিমান থাইল্যান্ডে এসে পৌঁছায়। তারপর তিনি ৩৫০ বছরের পুরাতন পাপাল মিশন ঘুরে দেখেন।
এর আগে, এশিয়া সফরের উদ্দেশ্যে ভ্যাটিকান ছাড়ার আগে পোপ এক টুইটার বার্তায় বলেন, থাইল্যান্ড ও জাপানের বন্ধুরা চলুন আমাদের দেখা হওয়ার আগে আমরা একসাথে প্রার্থনা করি যেন আমাদের সামনের দিনগুলো আরও ভালো আর আনন্দের হয়ে ওঠে।
শনিবার (২৩ নভেম্বর) জাপানে যাওয়ার আগে পোপ ফ্রান্সিস থাইল্যান্ডের রাজা মহা বাজিরালংকর্ণ, শীর্ষ বৌদ্ধ ও ক্যাথোলিক নেতা এবং শিক্ষার্থীদের সাথে সাথে আলাদা আলাদা বৈঠকে মিলিত হবেন।
ক্যাথোলিক জাপান থাইল্যান্ড পোপ ফ্রান্সিস বৌদ্ধ ভ্যাটিকান মহা বাজিরালংকর্ণ