Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতলক্ষ্যায় হচ্ছে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক সেতু


২০ নভেম্বর ২০১৯ ১৮:২৫

ঢাকা: শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত সেতুটি নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের নামে নামকরণের প্রস্তাব অনুমোদন করেছে স্থানীয় সরকার বিভাগ। এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জবাসী।

এর আগে রূপগঞ্জবাসী বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক-এর নামে সেতুটির নামকরণের প্রস্তাব দেন। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগ (উন্নয়ন শাখা-২) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে চিঠি দেয়।

বিজ্ঞাপন

উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত ও নির্মাণাধীন বিভিন্ন সড়ক ও সেতু মুক্তিযুদ্ধাদের নামে নামকরণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক-এর নামে সেতুটির নামকরণ করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন রূপগঞ্জবাসী।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় ২০১২ সালের জুলাই মাসে শীতলক্ষ্যা নদীর ওপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। এর দৈর্ঘ্য ৫৭৬ দশমিক ২১ মিটার। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকা।

স্থানীয়রা বলেন, রূপগঞ্জবাসীর স্বপ্ন ছিল এই সেতু। বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীর প্রচেষ্টায় সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। সেতুটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলে শীতলক্ষ্যার দুই পারে মুড়াপাড়া ও কায়েতপাড়ার মধ্যে যোগাযোগ অনেক সহজ হবে। ফেরি পারাপারের দুর্ভোগ বন্ধ হবে। এই এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। এছাড়া সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার দূরত্ব ১০ কিলোমিটার হ্রাস পাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও পূর্বাচল উপশহরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবে এই সেতু। আমরা আশা করি, সেতুটি খুলে দেওয়া হলে রূপগঞ্জে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক নারায়ণগঞ্জ রূপগঞ্জ শীতলক্ষ্যা নদীতে সেতু.

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর