Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে মিল্কভিটার শীতলীকরণ কেন্দ্র বন্ধ ঘোষণা


১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১৩

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট

নাটোর: দুধ সংকটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে মিল্কভিটার নাটোর দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র।

মিল্কভিটার উপ-মহাব্যবস্থাপক স্বাক্ষরিত এক চিঠির পর বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে কারখানা কর্তৃপক্ষ খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ বন্ধ করে দেয়।

কর্তৃপক্ষ দাবি করে, ৫ হাজার লিটার শীতলীকরণ ক্ষমতা সম্পন্ন নাটোর দুগ্ধ কেন্দ্রটি বর্তমানে মাত্র ২শ ‘লিটারের বেশি দুধ পাচ্ছেনা। পাশাপাশি চাষিরা যে দুধ সরবরাহ করছেন মানসম্পন্ন নয়। এর ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানাটির শীতলীকরণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর