Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিক্রমাসিংহের বিদায়, নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মাহিন্দা রাজাপক্ষ


২০ নভেম্বর ২০১৯ ১৯:০৯

শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করেছেন। গত ১৬ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দলের প্রার্থী পরাজিত হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নেন।

এদিকে রনিল বিক্রমাসিংহের জায়গায় সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষ দায়িত্ব নিবেন বলে জানিয়েছে শ্রীলংকার সরকারি সূত্র। তিনি নতুন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের ভাই।

বুধবার (২০ নভেম্বর) সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে এ তথ্য দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)-এর সাজিথ প্রেমাদাসাকে হারান বিরোধী দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট বা পোদুজানা পেরামুনা পার্টি (এসএলপিপি)-এর গোটাবায়া রাজাপক্ষ।

শ্রীলংকার নির্বাচন কমিশন সূত্রমতে, প্রেসিডেন্ট নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়ে। রাজাপক্ষ ভোট পেয়েছেন ৫০ শতাংশের ওপরে। অপরদিকে, ৪৩ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে প্রেমাদাসার পক্ষে।

প্রধানমন্ত্রী দফতরের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের সঙ্গে ভবিষ্যৎ শ্রীলংকা নিয়ে আলোচনা করেছেন রনিল বিক্রমাসিংহে।

গোটাবায়া রাজাপক্ষ মাহিন্দা রাজাপক্ষ শ্রীলংকা নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর