আকাশপথে পেঁয়াজ আমদানিতে চার্জ নেবে না বিমান
২০ নভেম্বর ২০১৯ ১৯:৪৫
ঢাকা: আকাশপথে পেঁয়াজ আমদানি করলে ব্যবসায়ীদের কাছ থেকে প্রযোজ্য চার্জ নেবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বুধবার (২০ নভেম্বর) জনস্বার্থে নেওয়া এই উদ্যোগের কথা জানিয়েছে।
আকাশপথে যে কোনো পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কেজিতে ১৮ টাকা চার্জ দিতে হয়। মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নির্ধারিত চার্জ সাময়িকভাবে মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।
এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, সংকট সমাধান না হওয়া পর্যন্ত পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আমদানিকারকদের এই সহায়তা দেওয়া হবে।