ওয়েল্ডিং থেকে আগুনের সূত্রপাত, প্রত্যক্ষদর্শীর দাবি
২০ নভেম্বর ২০১৯ ২০:২০
ঢাকা: ওয়েল্ডিং এর কাজ করতে গিয়ে আগুন টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন মার্কেটের দোকানদার ও অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী রাসেল।
রাসেল সারাবাংলাকে জানান, নিচতলায় তার দোকান ও দোতলায় ফোমের গোডাউন ছিল। সাড়ে ৫টার দিকে তিনি গোডাউনে যান। দেখতে পান মজনু নামের এক ছেলে সেখানে ওয়েল্ডিং এর কাজ করছে। এসময় আগুনের ফুলকির মাধ্যমে তার গোডাউনে আগুন লাগে ও কিছু বুঝে উঠার আগেই তা ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি।
আরও পড়ুন- দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে রাজধানী সুপার মার্কেটের আগুন
প্রসঙ্গত, বুধবার (২০ নভেম্বর) বিকেলে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে সুপার মার্কেটে আগুন।
ব্যবসায়ীরা জানিয়েছেন, রাজধানী সুপার মার্কেটের নিচতলায় প্রায় দেড় হাজার ছোট বড় দোকান রয়েছে। দোতলায় রয়েছে এক থেকে দেড়শ। মার্কেটের উত্তর দিকের নিউ রাজধানী সুপার মার্কেটটি কেবল দোতলা। মূলত এই দোতলাতেই আগুন লেগেছে।
মার্কেটিতে রাব্বি ফ্যাশনের সত্ত্বাধিকারী আরিফুর রহমান জনান, দোতলার ৩০টির মতো দোকান পুড়ে গেছে। দোতলায় ছিল টেইলারিং, বেডশিট, স্বর্ণ, ফোম ও প্লাস্টিকের দোকান। এর মধ্যে পুড়েছে ফোম, প্লাস্টিক ও বেডশিটের দোকান।