Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে কৌশলে আটকে রাখা হয়েছে: ফখরুল


২০ নভেম্বর ২০১৯ ২১:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার চায় না খালেদা জিয়া জেল থেকে মুক্তি পান। তাই কৌশলে তাকে আটকে রাখা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের তার বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

ফখরুল বলেন, যে মামলায় খালোদা জিয়াকে আটক করে রাখা হয়েছে, তা সাজানো একটি মামলা। এই মামলায় খালেদা জিয়ার জামিন পাওয়ার আইনগত অধিকার রয়েছে। কিন্তু তাকে জামিন দেওয়া হচ্ছে না।

দেশে সুশাসন নেই। রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে। বাজারে পেঁয়াজ, লবণসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। নিয়ন্ত্রণে রাখতে পারছে না এই ফ্যাসিবাদী সরকার। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে, বলেন মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি নূরে সাহাদাতসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণ অভ্যুত্থান ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর