বিমানযোগে পাকিস্তান থেকে এলো ৮২ টন পেঁয়াজ
২১ নভেম্বর ২০১৯ ০৩:৩৮
ঢাকা: আজারবাইজানভিত্তিক সিল্কওয়ে এয়ারলাইনসের ৭এল৩০৮৬ বিমানযোগে পাকিস্তান থেকে ৮২ মেট্রিক টন পেঁয়াজ বুধবার (২০ নভেম্বর) ঢাকায় এসেছে।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই ৮২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে সাদ ইন্টারন্যাশনাল। ইতোমধ্যে পেঁয়াজ খালাসে কাস্টম, ডিজিএফআই ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সঙ্গনিরোধ সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে। ৮টি ট্রাক ৩০ মিনিটের মধ্যে শাহজালাল থেকে পেঁয়াজ নিয়ে বেরিয়ে যাবে।
এদিকে বিমানযোগে প্রথম ফ্লাইট শাহজালালে পৌঁছানোর পর রাত ১টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৭ মেট্রিক টন পেঁয়াজ আসার কথা রয়েছে।