Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ বছরে আয়কর মেলায় রাজস্ব আদায় ১৬ হাজার কোটি টাকা


২১ নভেম্বর ২০১৯ ১৪:০২

ঢাকা: গত দশ বছরে আয়কর মেলা থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১৫ হাজার ৬১৪ কোটি ৭৫ লাখ টাকা। আয়কর মেলা থেকে প্রতিবছর সরকারের রাজস্ব আদায় বাড়ছে। এনবিআর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

২০১০ সালে দেশে প্রথমবারের মতো আয়কর মেলা শুরু হয়। এরপর থেকে প্রতিবছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)  আয়কর মেলার আয়োজন করে আসছে। এরইমধ্যে দশটি আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মেলায় তার আগের বছর থেকে আয়কর আদায় বেড়েছে।

বিজ্ঞাপন

এনবিআর‘র সদস্য কালিপদ হালদার সারাবাংলাকে বলেন, ‘আয়কর মেলার মূল উদ্দেশ্যে আয়কর সংগ্রহ নয় বরং মানুষকে কর দিতে উৎসাহিত করাই আয়কর মেলার প্রধান উদ্দেশ্যে। কারণ আমরা প্রতিদিনই আয়কর আদায় করি। আর কর মেলা করা হয় মূলত বেশি সংখ্যক মানুষকে করের আওতায় আনার জন্য।’

তিনি বলেন, ‘এবারের আয়কর মেলায় গত বছরের চেয়ে ৩৪ শতাংশ বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে এবং কর আদায় বেড়েছে ৮ শতাংশ। এটাই আমাদের আয়কর মেলার বড় অর্জন। মেলার মাধ্যমে করের আওতা অনেক বাড়ছে। এই কর দাতারা এক সময় দুই/তিন গুণ বেশি আয়কর দেবেন।’

তিনি বলেন, ‘গত বছর (২০১৮) সালে আয়কর রিটার্ন দাখিল করেছিল ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩ জন, এবার রিটার্ন দাখিল হয়েছে ৬ লাখ ৫৫ হাজার ৯৫টি। এক বছরে রিটার্ন দাখিল বেড়েছে ১ লাখ ৬৭ হাজার ৫২২ জন। এটাই আমাদের লক্ষ্যমাত্রা ছিল।’

কালিপদ হালদার বলেন, ‘এক লাখ প্রান্তিক করদাতা গড়ে ৫ হাজার টাকা করে আয়ককর দিলে ১৫০ কোটি টাকা হয়। সে হিসাবে এবারের মেলায় গতবারের চেয়ে ১৪৫ কোটি টাকা বেশি আয়কর আদায় হয়েছে। মেলায় ২৬০০ থেকে ২৭০০ কোটি টাকা আয়কর আদায়ের কথা ছিল, বাস্তবেও তাই হয়েছে।’

কোন মেলায় রাজস্ব আদায় কত : ২০১০ সালে অনুষ্ঠিত প্রথম আয়কর মেলায় রাজস্ব আদায় হয়েছিল ১১৩ কোটি টাকা। আর সর্বশেষ চলতি বছরের দশম আয়কর মেলায় রাজস্ব আদায় হয়েছে ২ হাজার ৬১৩ কোটি ৪৬ লাখ টাকা।এছাড়াও দ্বিতীয় মেলায় ৪১৪ কোটি টাকা, তৃতীয় মেলায় ৮৩১ কোটি টাকা রাজস্ব আদায় হয়। ২০১৩ সালে অনুষ্ঠিত চতুর্থ মেলায় রাজস্ব আসে ১ হাজার ১১৭ কোটি টাকা, ৫ম মেলায় ১ হাজার ৬৭৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়। অন্যদিকে ২০১৫ সালে ষষ্ঠ মেলায় ২ হাজার ৩৫ কোটি ৩৫ লাখ, ৭ম মেলায় ২ হাজার ১২৯ কোটি ৬৭ লাখ টাকা এবং ৮ম মেলায় রাজস্ব আসে ২ হাজার ২১৭ কোটি টাকা। আর ২০১৮ সালের নবম আয়কর মেলা থেকে রাজস্ব আদায় হয় ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ টাকা। ফলে গত ১০ বছরে আয়কর মেলা থেকে রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে ২৩ গুণ।

বিজ্ঞাপন

কোন আয়কর মেলায় কত রিটার্ন দাখিল হয়েছে: প্রথম আয়কর মেলায় রিটার্ন দাখিল করেছেন ৫২ হাজার ৫৪৪ জন। সর্বশেষ চলতি বছরের দশম আয়কর মেলায় রিটার্ন দাখিল করেছেন ৬ লাখ ৫৫ হাজার ৯ জন। এছাড়াও দ্বিতীয় মেলায় ৬২ হাজার ২৭২টি, তৃতীয় মেলায় ৯৭ হাজার ৮৬৭ জন। ২০১৩ সালে অনুষ্ঠিত চতুর্থ আয়কর মেলায় রিটার্ন জমা পড়েছে ১ লাখ ৩২ হাজার ১৭টি, ৫ম মেলায় ১ লাখ ৪৯ হাজার ৩০৯ টি। অন্যদিকে ২০১৫ সালে ষষ্ট মেলায় ১ লাখ ৬১ হাজার ৬০টি, ৭ম মেলায় ১ লাখ ৯৪ হাজার ৫৯৮টি এবং ৮ম মেলায় ৩ লাখ ৩৫ হাজার ৪৮৭ জন। ২০১৮ সালের নবম আয়কর মেলায় রিটার্ন দাখিল করেছেন ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩ জন।প্রথম আ্য়কর মেলা থেকে দশম আয়কর মেলায় রিটার্ন দাখিলের পরিমাণ বেড়েছে ১২ গুণ।

উল্লেখ্য গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে দশম আয়কর মেলা-২০১৯ অনুষ্ঠিত হয়। এবার দেশের ৬৪টি জেলা শহরে এবং ৫৬টি উপজেলায় আয়কর মেলা হয়। তবে আয়কর মেলা ২০ নভেম্বর শেষ হলেও করধারীরা স্ব স্ব কর অঞ্চলে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর জমা দিতে পারবেন। ২০১০ সাল থেকে বাংলাদেশে আয়কর মেলা চালু হয়। ২০১০ সালে প্রথম আয়কর মেলা দুটি স্পটে অনুষ্ঠিত হয়।

আয়কর এনবিআর কর মেলা জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আদায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর