চট্টগ্রামে অস্ত্রসহ ২ ‘সন্ত্রাসী’ গ্রেফতার
২১ নভেম্বর ২০১৯ ১৬:৫৮
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ কয়েক মামলার আসামি দুই ‘সন্ত্রাসীকে’ গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর একটার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোদারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজন হলেন- জসিম উদ্দিন (৩৬) ও কামাল হোসেন (৩০)।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মাহমুদুল হাসান সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার দুজন অস্ত্র ব্যবসা এবং এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কাজে যুক্ত। জসিমের বিরুদ্ধে ৬টি এবং কামালের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছে দুটি ওয়ান শ্যূটার গান পাওয়া গেছে।’
গ্রেফতারের পর তাদের দেখানো জায়গা থেকে ৪ রাউন্ড গুলি, ২টি রামদা, ৩টি ছোরা, ২টি কিরিচ এবং ৪টি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এএসপি মাহমুদুল।