অনুমোদনহীন গাড়ি নিয়ে হোয়াইট হাউজে ঢোকার চেষ্টা, একজন আটক
২১ নভেম্বর ২০১৯ ১৯:০৯
অনুমোদনহীন গাড়ি নিয়ে হোয়াইট হাউজে ঢোকার সময় একজনকে আটক করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সিক্রেট সার্ভিসের একটি টুইটার বার্তার বরাতে এ খবর জানিয়েছে স্কাই নিউজ।
ওই টুইটার বার্তায় জানানো হয়েছে, একটি অনুমোদিত গাড়িকে অতিক্রম করে একটি অনুমোদনবিহীন গাড়ি হোয়াইট হাউজের বহিঃ কমপ্লেক্সের চেকপয়েন্টে ঢোকার চেষ্টা করছিল। পরে নিরাপত্তারক্ষীরা ওই গাড়িকে চ্যালেঞ্জ করলে চালক আত্মসমর্পণ করে।দ্রুত তাকে সিকিউরিটি সার্ভিসের অধীনে আটক করা হয়।
An unauthorized vehicle attempted to gain entry to the White House complex by following another vehicle that was lawfully entering at an external complex checkpoint.
The vehicle was stopped and the individual was immediately taken into custody by Secret Service U.D. Officers. pic.twitter.com/ex406WNK87
— U.S. Secret Service (@SecretService) November 21, 2019
তবে, তাৎক্ষনিকভাবে ওই চালকের পরিচয় এবং তার উদ্দেশ্য সম্পর্কে গণমাধ্যমকে কিছু জানাতে পারেনি সিকিউরিটি সার্ভিস।
সিকিউরিটি সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর তার সম্পর্কে আরও বিস্তারিত জানানো সম্ভব হবে।