ফেরত এসেছে বিআরটিএ’র ওয়েবসাইট
১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২২:১৮
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: উদ্ধার করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র ওয়েব সাইট। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় একটি হ্যাকার গ্রুপ brta.gov.bd নামের সাইটটি হ্যাক করার আড়াই ঘণ্টা পর বিআরটিএ কর্তৃপক্ষ সেটি উদ্ধার করে।
ওয়েবসাইটটি হ্যাক হওয়ার পর sarabangla.net সংবাদটি সম্প্রচার করে। এর পর কর্তৃপক্ষ আগের গেটওয়েটি ‘https://brta.gov.bd‘টি বন্ধ করে দিয়েছে। তার পরিবর্তন করে বর্তমানে ‘বিআরটিএ’র সাইটটি https://brta.portal.gov.bd নামে দেখা যাবে। অথবা পূর্বের হ্যাক হওয়া লিঙ্কটিতে প্রবেশ করলেও দেখা মেলবে বিআরএটিএ’র অফিসিয়াল ওয়েব পেইজের।
সারাবাংলা/এমএম