Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরের মুন্সিপাড়ায় প্রিমিয়ার ব্যাংকের ১১২তম শাখা উদ্বোধন


২১ নভেম্বর ২০১৯ ২২:৩৮

দিনাজপুর: দিনাজপুর সদরের মুন্সিপাড়ার ওয়াই জেড টাওয়ারের দ্বিতীয় তলায় প্রিমিয়ার ব্যাংকের ১১২তম শাখার উদ্বোধন করেছেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ নওশের আলী।

বৃহম্পতিবার (২১ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের দিনাজপুর শাখার ব্যবস্থাপক রবিউল আলম সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ নওশের আলী বলেন, দিনাজপুর একটি ঐতিহ্যবাহ শহর। দীর্ঘদিনের প্রত্যাশিত ব্যাংকিং সেবা দিনাজপুরে বাস্তবায়ন করতে একটু দেরি হলেও ব্যাংকিংয়ের সব সুবিধা নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের শহরে। এখানে রিটেইল ব্যাংকিং, কনজ্যুমার ব্যাংকিং, এসএমই লোনসহ প্রতিটি পণ্য সহজে পাওয়া যাবে। দিনাজপুরবাসীর ব্যবসায়িক যেকোনো উদ্যোগেও আমাদের সার্বক্ষণিক সহযোগিতা থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রিমিয়ার ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম, দিনাজপুর শাখার অপারেশন ম্যানেজার মো. আনিছুর রহমান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুজা উর রউফ চৌধুরী, চালকল মালিক গ্রুপের সভাপতি মো. মোসাদ্দেক হোসেন, স্থানীয় ব্যবসায়ী জবেদ আলী, ডা. মোস্তফা কামাল ও রংপুর থেকে আগত ব্যবসায়ীসহ অন্যান্য আমন্ত্রিত ব্যবসায়ীরা।

অতিথিরা তাদের বক্তব্যে তরুণ উদ্যোক্তা তৈরি, সিঙ্গেল ডিজিট সুদে ঋণ প্রদানসহ সামাজিক বিভিন্ন কার্যক্রমে ব্যাংকিং খাতের সহযোগিতার আহ্বান জানান।

দিনাজপুরে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ব্যাংকের শাখা উদ্বোধন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর