Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো ৭ চাকমা বসতঘর


২২ নভেম্বর ২০১৯ ১১:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: বান্দরবান সদর ইউনিয়নের চাকমা পাড়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে চাকমা পরিবারের ৭টি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (২২ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে কাট্টলি পাড়ার কাছে আমতলী চাকমা পাড়ায় এ ঘটনা ঘটে।

কাট্টলি পাড়ার কারবারি (পাড়া প্রধান) ধারজচন্দ্র চাকমা জানান, শুক্রবার গভীর রাতে পাড়ায় একদল অচেনা পাহাড়ি লোক আসে। তারা হঠাৎ কয়েকটি ঘর ভাঙচুর করে ও পরে আগুন ধরিয়ে দেয়। এসময় সাতটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি আরও বলেন, আমতলী চাকমা পাড়ায় ৮ চাকমা পরিবার বসবাস করত। বর্তমানে আগুনে নিঃস্ব হয়ে পাশের আরেকটি চাকমা পাড়া কোলক্ষ্যংছড়ায় তারা আশ্রয় নিয়েছেন।

বিজ্ঞাপন

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি মাত্র। বিস্তারিত খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

চাকমা বসতঘর টপ নিউজ বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর