বিল বাকি, হসপিটাল থেকে শিশুর লাশ কেড়ে নিল বাইকাররা
২২ নভেম্বর ২০১৯ ১৪:৪০
ইন্দোনেশিয়ার সুমাত্রায় মোহাম্মদ দিজামিল হসপিটাল। সেখানে এক অসুস্থ শিশুর চিকিৎসায় খরচ হয় ২ লাখ ১২ হাজার টাকার কিছু বেশি। তবু সন্তানকে বাঁচাতে পারেননি অসচ্ছল পিতামাতা। তবে বেঁকে বসে হসপিটাল কর্তৃপক্ষ। চিকিৎসার পুরো অর্থ পরিশোধ না করলে শিশুর মৃতদেহ নিতে দেবেন না বলে জানান তারা।
শিশুটির পিতা একজন বাইকার। এ খবর শুনে তার সহকর্মী বাইকাররা দলে দলে হসপিটালে ছুটে যায়। তারা এক অর্থে মৃত শিশুটির মৃতদেহ হসপিটাল থেকে ছিনিয়ে নিয়ে যায় ও বাবা মা’র কাছে ফিরিয়ে দেয়। খবর এবিসি নিউজের।
পাদাং এর এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রাধান্য পেয়েছে। মৃত শিশু আলিফ মাতুরের মা দেউয়ি সুরাইনি বলেন, আমরা খুবই দুঃখিত। আমরা জানিনা চালকেরা হসপিটালে গিয়েছেন।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বাইকাররা হসপিটালের বাইরে। একজনের কোলে মৃত শিশুটি।
হসপিটালে যাওয়া নান্দা নামের এক বাইকার জানান, শিশুটি আমাদের কলিগের সন্তান। এতজন বাইকার একসঙ্গে যাওয়ায় হসপিটাল কর্তৃপক্ষ শিশুর লাশ ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে।
শিশুটির জন্য তার বাবা ও সহকর্মী বাইকাররাও তহবিল সংগ্রহ করেছিল।