Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে সংসদ সদস্যের বাড়ির সামনে ককটেল


২২ নভেম্বর ২০১৯ ১৯:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুর: মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের বাড়ির সামনে থেকে দু’টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে প্রতিবেশী মো. আশাদুল ইসলাম ককলেট দু’টি দেখতে পান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ককটেল দু’টি উদ্ধারের পর নিষ্ক্রিয় করে।

এদিন চিৎলা ফার্মে গাংনী বাজার কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। এই ঘটনা জানার পরে তিনি অনুষ্ঠানে না গিয়ে বাড়ি ফিরে আসেন।

উপস্থিত সাংবাদিকদের খোকন বলেন, আমি রাজনীতি করি জনগণের জন্য। সুতরাং আমাকে গুলি, বোমার ভয় দেখিয়ে লাভ নেই। আমি‌ তৃণমূল থেকে রাজনীতি করে আজ এমপি হয়েছি। কোনো অপশক্তি আমাকে আমার কাজ থেকে বিরত রাখতে পারবে না। আমি সব সময় সত্যের পক্ষে থাকব, কোনো অন্যায়ের কাছে নতি স্বীকার করব না।

বিজ্ঞাপন

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, দ্রততম সময়ে অপরাধীকে খুঁজে বের করা হবে। ধারণা করা হচ্ছে, ভয় দেখানোর উদ্দেশ্যে কেউ এই কাজ করে থাকতে পারে।

ককটেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর