‘সরকার সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করেছে’
২২ নভেম্বর ২০১৯ ২০:৫৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পাঁচলাইশ থানা শাখা। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নগরীর বহদ্দারহাট থেকে মুরাদপুর পর্যন্ত এ পদযাত্রা হয়েছে।
পদযাত্রা শেষে এক সমাবেশে সিপিবির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মৃণাল চৌধুরী বলেন, সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে কালো টাকার মালিক, লুটেরা ধনিক ও সাম্রাজ্যবাদীদের স্বার্থে। ক্ষমতার নিয়ন্ত্রণ ছাড়া সরকারের হাতে আর কিছুর নিয়ন্ত্রণ নেই। সিন্ডিকেটের কারণে চাল, পেঁয়াজের দাম বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। অথচ সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। মুনাফাখোর-আড়তদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। সরকার সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করেছে।
সিপিবি’র পাঁচলাইশ থানা শাখার সাধারণ সম্পাদক রাহাতউল্লাহ জাহিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন অমৃত বড়ুয়া, মোহাম্মদ হানিফ, প্রদীপ সরকার ও মোহাম্মদ মহসিন।