Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এমপি বুবলীকে দল থেকে বহিষ্কার


২২ নভেম্বর ২০১৯ ২১:৪৪

নরসিংদী: পরীক্ষায় জালিয়াতির অভিযোগে নরসিংদী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তার বিরুদ্ধে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ওঠে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বিকেলে জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া গ্রামে স্থানীয় সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বাড়িতে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানেই নেতাকর্মীরা এই সিদ্ধান্ত নেন।

নজরুল ইসলাম বলেন, একজন সংসদ সদস্য হয়ে এমন অপরাধে অংশ নেওয়ায় তিনি দেশ, দল এবং সংসদের মান ক্ষুণ্ন করেছেন। তাই তাকে দল থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত কেন্দ্রীয় আওয়ামী লীগে লিখিত আকারে পাঠানো হচ্ছে।

আওয়ামী লীগ তামান্না নুসরাত বুবলী দল থেকে বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর