চট্টগ্রাম ব্যুরো: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চট্টগ্রাম মহানগরীর প্রধান (আঞ্চলিক প্রধান) আবুল মোহাম্মাদ এরশাদুল আলমকে (৩৯) আটক করেছে পুলিশ। সেই সঙ্গে আরো ১৪ জনকে আটক করে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে এই জঙ্গি আটক হয়।
আটক অন্যান্যরা হলেন, ওয়ালিদ ইবনে নাজিম (১৮), ইমতিয়াজ ইসমাইল (২৫), আব্দুল্লাহ আল মাহফুজ (৩০), নাসিরুদ্দিন চৌধুরী (২৯), নাজমুল হুদা (২৭), লোকমান গণি (২৯), মোহাম্মাদ করিম (২৭), আব্দুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান রানা (২০), আরিফুল ইসলাম (২০), আজিমুদ্দিন (৩১), মো. আজিমুল হুদা (২৪), আফজাল হোসেন আতিক (৩৫), মো. সম্রাট (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, হিযবুতের চট্টগ্রাম মহানগরীর প্রধান (আঞ্চলিক প্রধান) আবুল মোহাম্মাদ এরশাদুল আলম চট্টগ্রামের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক।
অভিযানে নেতৃত্ব দেওয়া নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ সারাবাংলাকে বলেন, ‘আমাদের ৫টি টিম পাঁচভাগে ভাগ হয়ে অভিযান চালাচ্ছে। হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধানকে আটক করা হয়েছে। আরও কয়েকজন আটক আছে। ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।’
সার্বিক বিষয় শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর দামপাড়ায় পুলিশ কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম সংবাদ সম্মেলন করে জানাবেন বলে জানিয়েছেন এডিসি রউফ।