Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারকে দায়িত্বশীল আচরণের আহ্বান বান কি মুনের


২৩ নভেম্বর ২০১৯ ১২:৫০ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ১২:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার ও উদারতার পরিচয় দিয়েছে জানিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে বান কি মুন এই আহ্বান জানান।

বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের বান কি মুন বলেন, রোহিঙ্গা ইস্যু বিশ্বের জন্য খুবই মর্মান্তিক এবং দুঃখজনক একটি ঘটনা। আমি যখন জাতিসংঘের মহাসচিব ছিলাম এবং আমার দায়িত্ব শেষে সবসময়ই আমি এই সঙ্কটের সমাধান চেয়েছি। এ বিষয়ে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছি এবং এখনো চাচ্ছি। একইসঙ্গে আমি মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিবেদন জানাচ্ছি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করুন যাতে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে সাহস পায়। কেননা এই সঙ্কটের সমাধান মিয়ানমারের কাছেই। মিয়ানমারকে এই সঙ্কটের সমাধান করতে হবে। বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীর রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মহান মানবতার উদারতার পরিচয় দিয়েছে। কিন্তু বাংলাদেশের একার পক্ষে এই দায়িত্ব সামলানো কঠিন। তাই এই সংকট সমাধানে বিশ্বকে এগিয়ে আসতে হবে। মিয়ানমারকে দায়িত্বশীল আচরণ করতে হবে। রোহিঙ্গা সংকট দূর করতে রাজনৈতিক সমাধান জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

জাতিসংঘের সাবেক এই মহাসচিব  বলেন, বাংলাদেশের একার পক্ষে এই দায়িত্ব সামলানো কঠিন। তাই এই সংকট সমাধানে বিশ্বকে এগিয়ে আসতে হবে। মিয়ানমারকে দায়িত্বশীল আচরণ করতে হবে। রোহিঙ্গা সংকট দূর করতে রাজনৈতিক সমাধান জরুরি।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে খুবই স্বল্প সময়ে জন্য বৈঠক হয়েছে জানিয়ে বান কি মুন বলেন, বৈঠকে আমরা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু কিছু বিষয় আলোচনা করেছি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করছে আমরা সে বিষয়ে আলোচনা করেছি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ বিশ্বে অনুকরণীয়। তরুণ জনগোষ্ঠী এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত বাংলাদেশে কিভাবে কাজ করছে আমরা বৈঠকে তা করেছি।

তিনি আরও বলেন,  ব্রাক বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে এবার আমি ঢাকায় এসেছি। এর আগে, গত জুনে ঢাকায় এসেছিলাম।

পররাষ্ট্রমন্ত্রী ড একে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, রোহিঙ্গা সংকট সহ একাধিক বিষয়ে আমরা আলোচনা করেছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে তিনি আগামী মার্চে আবার ঢাকা আসছেন।

জাতিসংঘ টপ নিউজ বান কি মুন

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর