Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় জমি নিয়ে বিরোধের জেরে একজনের মৃত্যু


২৩ নভেম্বর ২০১৯ ১৩:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার শিবরামপুর গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো ছুরির আঘাতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) শিবরামপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, শিবরামপুর গ্রামে দুটি সামজিক দল রয়েছে। এদুটি দলের নেতৃত্ব দেন জাফর বিশ্বাস ও আক্তার বিশ্বাস। তবে এদের দুজনের মধ্যে আবার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বিষয়টি মিমাংসার জন্য পুলিশ আগামী সোমবার মহম্মদপুর থানায় উভয়পক্ষকে ডেকেছে। তবে এর মধ্যে শনিবার সকালে ফজরের নামাজ পড়ে বের হওয়ার পর আক্তার বিশ্বাসের দলের সমর্থকেরা জাফর বিশ্বাসের সমর্থক মুক্তার মোল্লাকে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করেন। তাদের ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন মুক্তার মোল্লা। পরে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) তারিকুল ইসলাম জানান, মুক্তার মোল্লার মরদেহ ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পাওয়ার পর পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে। এরপরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

জমি নিয়ে বিরোধ মাগুরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর