Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রেসিডেন্ট পার্কে বিদিশা অবৈধভাবে ঢুকেছেন’


২৩ নভেম্বর ২০১৯ ১৭:১৭ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১০:৩০

ঢাকা: জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সম্পত্তি বিষয়ক ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আকতার বলেছেন, বারিধারায় প্রেসিডেন্ট পার্কে বিদিশা অবৈধভাবে ঢুকেছেন। তার অনুপ্রবেশে আমরা এরিক এরশাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেজর (অব.) খালেদ এ সব কথা বলেন।

ট্রাস্টের চেয়ারম্যান বলেন, ‘ট্রাস্টের নিয়ম রয়েছে। ট্রাস্টের লোকজন ছাড়া প্রেসিডেন্ট পার্কে অন্য কারও ঢোকার অধিকার নেই। এরিক এরশাদকে দেখভাল করার দায়িত্ব ট্রাস্টের।’

তিনি বলেন, ‘এরশাদের যে সম্পত্তি তা কেউ ভোগ করতে পারবে না, কেউ দখলও করতে পারবে না। এই সম্পত্তি থেকে যে আয় হবে তা দিয়ে এরিকের ভরণ-পোষণ ও সামাজিক কাজকর্ম করা হবে।’

খালেদ আকতার আরও বলেন, ‘এরিক যে সব বক্তব্য দিয়েছে তা তার নিজের বক্তব্য নয়। তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। বিদিশা প্রেসিডেন্ট পার্কে অবৈধভাবে ঢুকেছেন, তাকে আইনিভাবে বের করে দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে ট্রাস্টের সদস্য মো. জাহাঙ্গীর, নিজামুল ইসলাম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এরিক এরশাদ. প্রেসিডেন্ট পার্ক টপ নিউজ বিদিশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর