Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সম্পদের পাহাড় না গড়ে সন্তানকে মানুষের মতো মানুষ করুন’


২৩ নভেম্বর ২০১৯ ১৭:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: সম্পদের পাহাড় না গড়ে সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) সারোয়ার মাহমুদ।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সারোয়ার মাহমুদ বলেন, ‘সবাইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। সম্পদের পাহাড় না গড়ে সন্তানকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যেন সন্তানরা সম্পদের জন্য দ্বন্দ্ব-সংঘাতে না জড়িয়ে নিজেরাই সম্পদ হিসেবে জীবন গড়তে পারে।’

বিজ্ঞাপন

পীরগঞ্জ ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল চত্বরে ডায়াবেটিক সমিতির সভাপতি হাফিজ উদ্দিন আহম্মদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার তহি-উদ-দৌল্লা লুপনসহ অন্যরা।

শুরুতে প্রধান অতিথি সারোয়ার মাহমুদ পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দুদক দুদক মহাপরিচালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর