Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে: জি এম কাদের


২৩ নভেম্বর ২০১৯ ১৮:০৬

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তারা চায় জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়ে দায়িত্ব নিক। কারণ, জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। এ জন্যই জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টিকে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় জি এম কাদের এ কথা বলেন।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘যারা নির্বাচন করবেন এখন থেকেই তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজ করতে হবে। জয়ী হতে দলকে আরও সুসংহত করতে হবে। ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে চলাই রাজনীতি। জাতীয় পার্টিতে ত্যাগী, মেধাবী ও আদর্শবান নেতাদের মূল্যায়ন করা হবে। কেউ উড়ে এসে জুড়ে বসতে পারবেন না।’

জি এম কাদের আরও বলেন, ‘যারা জাতীয় পার্টি ছেড়ে গেছে, তারা ভুল করেছে। তারা আবারও জাতীয় পার্টিতে ফিরে আসতে চাইলে, আমরা তাদের গ্রহণ করব।’

বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য সচিব ও প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়ার পারচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, ‘জাতীয় পার্টির জন্য সম্ভাবনাময় আসনগুলোতে এখন থেকেই পরিকল্পিতভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘যারা জাতীয় পার্টির বিভিন্ন স্তরে নেতৃত্ব দিচ্ছেন, তাদের ছেলে-মেয়েদের অবশ্যই জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় করতে হবে। ১৯৯৬ সালে জাতীয় পার্টির সমর্থন নিয়েই আওয়ামী লীগ ২১ বছর পরে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পেরেছে। আমরা সবাই মিলে ভালো থাকব এমন কথা ছিল অ্যাল্যায়েন্সের পূর্বে। কিন্তু জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীরা স্থানীয়ভাবে সরকারি দলের নেতাকর্মীদের হাতে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে।’ তাই দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, নাসরিন জাহান রত্না এমপি, জেলা প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া, অ্যাডভোকেট এ কে এম মর্তুজা আবেদীন, সেকেন্দার আলী মুকুল, রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কেফায়েত উল্লাহ নজির, মোয়াজ্জিম হোসেন আজিম গোলজার, নুরুন্নবী শাওন, অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, আলহাজ্ব মুজিবুর রহমান, শফিকুল আজম মুকুল, ডা. সেলিমা খান, মিজানুর রহমান।

প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, আলহাজ মিজানুর রহমান, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক গোলাম মোস্তফা, সম্পাদক সুমন আশরাফ, হাফেজ ক্বারী ইসারুহুল্লাহ আসিফ, মিজানুর রহমান মিরু, ঝুটন দত্ত, জাহাঙ্গীর আলম হাওলাদার, দীন ইসলাম শেখ, আব্দুস সালাম লিটন।

জাতীয় পার্টি জাপা জি এম কাদের টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর