ঢাকা: তুরস্ক থেকে আকাশপথে পেঁয়াজের দ্বিতীয় চালান আসছে আগামী সোমবার (২৫ নভেম্বর)। পেঁয়াজের চলমান সংকট মোকাবিলায় তুরস্ক থেকে সমুদ্র ও আকাশপথে ২ হাজার ৫২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে সিটি গ্রুপ।
এর মধ্যে শুক্রবার (২২ নভেম্বর) তার্কিস এয়ার লাইন্সযোগে সিটি গ্রুপের পেঁয়াজের প্রথম চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে তা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কাছে হস্তান্তর করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও সিটি গ্রুপ সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শনিবার (২৩ নভেম্বর) সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী সারাবাংলাকে বলেন, ‘দেশে চলমান পেঁয়াজের সংকট ও উচ্চমূল্য রোধে সরকার ও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে সিটি গ্রুপ। দেশের ভোক্তা সাধারণের চাহিদা মেটানোর লক্ষ্যে সিটি গ্রুপ তুরস্ক থেকে আকাশ ও সমুদ্রপথে পেঁয়াজ আমদানি শুরু করেছে।’
তিনি বলেন, ‘চলমান সংকট মোকাবিলায় সিটি গ্রুপ তুরস্ক থেকে প্রাথমিক পর্যায়ে ২ হাজার ৫২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে।’
অমিতাভ চক্রবর্তী বলেন, ‘সিটি গ্রুপের আমদানিকৃত পেঁয়াজের প্রথম চালান (১০ মেট্রিক টন) তার্কিস এয়ার লাইন্সযোগে গত ২২ নভেম্বর সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে তা টিসিবি‘র কাছে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় চালান আকাশ পথে দেশে পৌঁছাবে ২৫ নভেম্বর। দ্বিতীয় চালানেও ১০ মেট্রিক টন পেঁয়াজ আনা হচ্ছে।’
সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী বলেন, ‘পেঁয়াজের চালানটি সিঙ্গাপুর হয়ে দেশের পথে রয়েছে। আশা করা হচ্ছে, অতি অল্প সময়ের মধ্যে এগুলো চট্রগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছাবে। আমদানিকৃত পেঁয়াজগুলো দ্রুত খালাস করে সরবরাহের যাবতীয় ব্যবস্থা এরইমধ্যে সমপন্ন করা হয়েছে।’
উল্লেখ্য গত আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সাড়ে তিন মাসে দেশে ১ লাখ ৬৭ হাজার ৮০৬.৪৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। যার আমদানি মূল্য ৬৫৯ কোটি ৯৪ লাখ টাকা। এদিকে গত ১৮ নভেম্বরের পরেও দেশে দেশে প্রায় ৫০ টনের মতো পেঁয়াজ আমদানি করা হয়েছে।