ঢামেক হাসপাতাল থেকে মোবাইল ফোন চুরির সময় ৪ শিশু আটক
২৩ নভেম্বর ২০১৯ ২১:০২
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ার্ড থেকে মোবাইল ফোন চুরি করার সময় চার শিশুকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। আটক শিশুদের বয়স ৮ থেকে ১১ বছর বয়সের মধ্যে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক ) বাচ্চু মিয়া জানান, হাসপাতালের ৩০৩ নম্বর ওয়ার্ডে রোগীদের বেডের পাশ থেকে মোবাইল ফোন চুরি করছিল ওই চার শিশু। তখন ওয়ার্ডে থাকা রোগীর স্বজনরা ও দায়িত্বরত আনসার সদস্যরা তাদের হাতেনাতে ধরে ফেলেন।
পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, জিজ্ঞাসাবাদে ওই শিশুরা জানিয়েছে তারা মোবাইল ফোন চুরি করার উদ্দেশ্যে হাসপাতালে ঢুকেছিল। ওই চার শিশুর মধ্যে তিনজনের বাসা মুগদার মাণ্ডায় ও একজনের বাসা নারায়ণগঞ্জের চিটাগাং রোডে।
৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা রোগী সোলায়মান বেপারীর ছেলে মো. ইসরাফিল জানান, বেডের পাশে মোবাইল চার্জে রেখে তিনি বাইরে বের হয়েছিলেন। ওই সময় চার শিশু মোবাইল ফোন নিয়ে দৌড় দেয়। পরে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।
ঢাকা মেডিকেল হাসপাতাল ঢামেক ঢামেক হাসপাতাল মোবাইল ফোন শাহবাগ থানা শিশু