টোয়াবের নির্বাচনে রাফিউজ্জামান প্যানেলের জয়
২৩ নভেম্বর ২০১৯ ২১:৫৮
ঢাকা: দেশের পর্যটন খাতের সবচেয়ে বড় সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নির্বাচনে রাফিউজ্জামান রাফির নেতৃত্বাধীন প্যানেলের বিজয়ী হয়েছে।
রাফিউজ্জামান রাফির নেতৃত্বাধীন কানশাস ‘রিলায়েন্স পরিষদ’ ১২টি পদে আর তৌফিক রহমানের নেতৃত্বে ‘প্রজন্ম পরিষদ’ প্যানেল ১টি পদে জয় লাভ করেছে।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনে নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সাধারণ ভোটাররা ভোট দিয়ে ১৩ জন প্রার্থী নির্বাচিত করেন। সেখান থেকে সহযোগী ভোটাররা একজনকে সভাপতি নির্বাচিত করেন।
সংগঠনটির ৪০৭ জন ভোটারের মধ্যে ৩৯১ জন সাধারণ ভোটার এবং ১৬ জন সহযোগী ভোটার রয়েছেন।
টোয়াবের এই নির্বাচনে আমেরিকান ট্রাভেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আটাব), হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব), ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (টিডাব), ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব), বিডি ইনবাউন্ডসহ পর্যটন সংক্রান্ত বিভিন্ন সংগঠনের নেতারা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
তিন সদস্য বিশিষ্ট কমিশন নির্বাচন পরিচালনা করে। আর অভিযোগ নিষ্পত্তি করে তিন সদস্যের আপিল কমিশন।