Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১


২৪ নভেম্বর ২০১৯ ১৫:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরায় পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম শরিফুজ্জামান (২২)। তিনি কলারোয়া উপজেলার রাজনগর গ্রামের বাসিন্দা।

গুরুতর আহত শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা শহরে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শহরেই বাবা-মায়ের সঙ্গে বাস করে শিশুটি। তাদের বাড়ির পাশেই রয়েছে একটি ছাত্রাবাস। শনিবার বিকেলে বাড়ির সামনে খেলছিল সে। এসময় ওই ছাত্রাবাসের ছাত্র শরিফুজ্জামান শিশুটিকে ফুসলিয়ে ছাত্রাবাসে নিজের রুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি সেখান থেকে ফিরে বাবা-মাকে সব খুলে বলে। দ্রুত তারা সদর থানায় অভিযোগ করেন।

বিজ্ঞাপন

এর পরিপ্রেক্ষিতে শহরের অন্য একটি ছাত্রাবাস থেকে শরিফুজ্জামানকে আটক করে পুলিশ।

ধর্ষণ চেষ্টা শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর