Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে আলেমদের ভূমিকা পালন করতে হবে’


১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘জঙ্গিবাদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আলেম সমাজকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ইসলাম শান্তির ধর্ম। এখানে কোন জঙ্গিবাদের স্থান নেই। আলেম সমাজ প্রাচীনকাল থেকেই দেশের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে আসছে। আলেমদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মাদকসহ অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে ধর্মীয় বয়ান বেশি বেশি করে করতে হবে। যাতে আমাদের যুব সমাজ মাদক হতে বিরত থাকে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে রূপগঞ্জ উপজেলার খামার পাড়া দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই আজ আপনারা শান্তিতে ধর্মীয় কাজ পালন করতে পারছেন। দেশের মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। মাদ্রাসা ও মসজিদে নতুন নতুন ভবণ নির্মাণ করে দিচ্ছেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকা মার্কায় ভোট দিতে হবে। কোনো ষড়যন্ত্রে আপনারা পা দেবেন না।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান আকন্দ, কামাল আহাম্মেদ রঞ্জু, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর