Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাপাই আগামী দিনের সম্ভাবনাময় বিকল্প শক্তি’


২৪ নভেম্বর ২০১৯ ২১:৪৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ২১:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের মধ্যে দেশের মানুষ এখন জাতীয় পার্টির ওপরেই আস্থা রাখছে। সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টিই আগামী দিনের সম্ভাবনাময় বিকল্প শক্তি।

রোববার (২৪ নভেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে ২০ আইনজীবীর জাপায় যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এদিন জামালপুর জেলার জেপি ও বিজেপি থেকে ২০ জন আইনজীবী জাপা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে পার্টিতে যোগদান করেন।

জিএম কাদের বলেন, ‘যারা বিগত দিনে জাতীয় পার্টি ছেড়ে গেছে, তারা প্রত্যাশিত রাজনীতি না পেয়ে আবারো ফিরে আসছে। আমরা গণমানুষের স্বার্থে কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করব। জাতীয় পার্টির নেতৃত্বে হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ব।’

বিজ্ঞাপন

জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশপ্রেম, দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্য এবং সাংগঠনিক ঐক্য দিয়ে জাতীয় পার্টি দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পুরণ করবে।’

এরিক এরশাদ ও বিদিশা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমি কাদা ছোঁড়াছুঁড়ি করছি না, আমি রাজনীতি করি। রাজনীতি করতে গেলে শতভাগ মানুষের সমর্থন পাওয়া যায় না। রাজনীতি করতে গেলে অনেক সময় বাইরের মানুষও আমার জন্য জীবন দিবে। আবার খুব কাছের মানুষও আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। এটা পৃথিবীর ইতিহাসে সব সময় ছিল এবং আছে। আমাকে নিয়ে কে কি বলেল, তা নিয়ে মগ্ন থাকলে, দেশ ও জাতির জন্য কাজ করা সম্ভব হবে না। আমি সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি।’

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি বলেন, ‘আগামী দিনের রাজনীতির নেতৃত্ব জাতীয় পার্টির হাতে। তাই দলকে আরও শক্তিশালী করতে তৃণমূলের নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে।’

জাপা জি এম কাদের টপ নিউজ বিকল্প শক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর