পরমাণু অস্ত্র বিলোপের আহ্বান পোপের
২৪ নভেম্বর ২০১৯ ২২:০৬
পারমাণবিক অস্ত্র বিলুপ্তির জন্য আবেগঘন আকুতি জানিয়েছেন খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। জাপানের নাগাসাকি ভ্রমণকালে পোপ এই অনুরোধ ব্যক্ত করেন। খবর বিবিসির।
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। নাগাসাকিতে অন্তত ৭৪ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
পোপ জানান, পারমাণবিক অস্ত্র হচ্ছে আতঙ্ক যা কখনো বিশ্বশান্তির সদুত্তর নয়। তিনি বলেন, মানুষ মানুষের জন্য কষ্টদায়ক ব্যথা ও অনুভূতির কারণ হতে পারে। এ স্থানটি তাকে তাই মনে করিয়ে দেয়।
জাপানে বোমা হামলায় বেঁচে যাওয়া দুজন পোপের সঙ্গে দেখা করেছেন ও স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন।
পোপ থাইল্যান্ড থেকে চারদিনের ভ্রমণে জাপান এসেছেন। বৃষ্টির মধ্যেও হাজার হাজার মানুষ পোপের বাণী শুনতে নাগাসাকিতে জড়ো হয়। পোপ এরপর হিরোশিমার পিস মেমোরিয়াল পরিদর্শন করেন।