Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্বাসরোধে গৃহবধূ খুন, পলাতক স্বামীকে সন্দেহ পুলিশের


২৪ নভেম্বর ২০১৯ ২২:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকার একটি বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য পুলিশ সন্দেহ করছে, স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে।

রোববার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে নগরীর বন্দরটিলার ব্যাংক কলোনির একটি বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা।

মৃত রোখসানা আক্তার (২৭) বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা বেলাল হোসেনের স্ত্রী।

ওসি নুরুল হুদা সারাবাংলাকে বলেন, ‘রোখসানা ও বেলাল সিইপিজেডে পৃথক দুটি পোশাক কারখানায় চাকরি করতেন। থাকতেন বন্দরটিলায় ব্যাংক কলোনির একটি ভাড়া বাসায়। দুই মাস আগে চাকরি ছেড়ে তারা বরিশালের বাবুগঞ্জে বাড়িতে চলে যান। কারখানা থেকে বকেয়া পাওনা নিতে গত শুক্রবার (২২ নভেম্বর) তারা চট্টগ্রাম নগরীতে এসেছিলেন। উঠেছিলেন বন্দরটিলার ব্যাংক কলোনিতে রোখসানার বড় ভাইয়ের ভাড়া বাসায়।’

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, ‘রোখসানার বড় ভাই ও তার স্ত্রী পোশাক কারখানায় চাকরি করেন। রোববার সকালে তারা কারখানায় চলে যান। বাসায় ছিলেন রোখসানা ও বেলাল। সন্ধ্যায় দুজন ফিরে দেখেন, বাসার বাইরে থেকে ছিটকিনি লাগানো। দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, বিছানায় রোখসানা শোয়া অবস্থায় আছেন। কয়েকবার ডাকার পরও সাড়া না পেয়ে বুঝতে পারেন, তিনি বেঁচে নেই। তার গলায় কালো দাগ দেখতে পান তারা। এরপর থানায় খবর দেওয়া হলে আমরা গিয়ে লাশ উদ্ধার করি।’

নুরুল হুদা বলেন, ‘রোখসানার ভাই-ভাবী বাসায় ফিরে বেলালকে পাননি। তারা জানিয়েছেন, দুই বছর আগে বেলাল দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে রোখসানার সঙ্গে তার ঝগড়া লেগে থাকত। দাম্পত্য কলহ থেকেই বেলাল তাকে খুন করে পালিয়েছে বলে ভাই-ভাবীর ধারণা। একই সন্দেহ থেকে আমরাও তদন্ত শুরু করেছি।’

রোখসানার মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

গৃহবধূ পোশাক শ্রমিক মৃতদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর