Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রবির কাছে ৮৬৭ কোটি টাকা পাওনা আদায়ে নিষেধাজ্ঞা কেন নয়’


২৫ নভেম্বর ২০১৯ ১৮:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি অজিয়াটার কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা আদায় থেকে বিরত থাকতে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১ ডিসেম্বর দিন ঠিক করেছেন আদালত।

সোমবার (২৫ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রবির পক্ষে ছিলেন আইনজীবী প্রবীর নিয়োগী, ব্যারিস্টার তানজীব উল আলম ও ব্যারিস্টার কাজী এরশাদুল আলম। অন্যদিকে বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

বিজ্ঞাপন

গত বছরের ৩১ জুলাই ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা দাবি করে বিটিআরসি রবিকে চিঠি দিয়েছিল। পরে রবি ওই চিঠির বিষয়ে নিম্ন আদালতে টাইটেল স্যুট (মামলা) করে। একইসঙ্গে ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে।

পরে নিম্ন আদালত রবির অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে রবি।

পাওনা রবি অজিয়াটা রুল জারি হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর