Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার মামলায় আজিজুল বারী হেলাল কারাগারে


২৫ নভেম্বর ২০১৯ ২০:১৮

ঢাকা: নাশকতার অভিযোগে দায়ের করা এক মামলায় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৫ নভেম্বর) স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন আজিজুল বারী হেলাল। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল জামিল নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এ মামলায় তিনি পলাতক ছিলেন।

বিজ্ঞাপন

তার পক্ষে আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে হাজিরা দিতে যাওয়া পথে তার দলীয় নেতাকর্মীদের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর অভিযোগে চকবাজার থানায় মামলাটি দায়ের করা হয়।

আজিজুল বারী হেলাল কারগারে নাশকতার মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর