ফেনীতে পিরানহা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
২৫ নভেম্বর ২০১৯ ২০:২৬
ফেনী: ফেনীতে বিক্রি নিষিদ্ধ মাছ পিরানহা বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই মণ মাছ জব্দ করা হয়।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন— পদ্মা আড়তের স্বত্বাধিকারী খোরশেদ আলম মিস্টার (২৬)।
সূত্র জানায়, জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীত পাশে মুক্ত বাজারে নিষিদ্ধ রাক্ষুসে মাছ পিরানহা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুই মণ মাছ জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত খোরশেদ আলমকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা কামাল এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে মো. মনিরুজ্জামান সারাবাংলাকে বলেন, মৎস্য রক্ষা আইন ১৯৫০ এর ৫(১) ধারায় চার হাজার টাকা জরিমানা আদায় ও দুই মণ মাছ জব্দ করা হয়েছে।