Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার মুক্তি চেয়ে সুপ্রিম কোর্ট ফটকে বিএনপি কর্মীদের অবস্থান


২৬ নভেম্বর ২০১৯ ১৩:৪৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১৪:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে সুপ্রিম কোর্টের মূল ফটকে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১টা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে নেতাকর্মীরা মূল ফটকে জড়ো হন। এরপর নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের মুক্তি চেয়ে শ্লোগান দেওয়া শুরু করেন।

সুপ্রিম কোর্টের নিরাপত্তায় কোর্ট এলাকায় পুলিশ নিয়োজিত রয়েছেন। বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা যেন কোর্টের ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য ফটকে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ।

বিএনপির নেতাকর্মীরা সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছেন। নেতাকর্মীদের অবস্থানের কারণে কদম ফোয়ারা থেকে শাহবাগ পর্যন্ত সড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এদিকে সড়কে অবস্থান নেওয়া বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

খালেদা জিয়া চেয়ারপারসন বিএনপি সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর