Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেসব হীরা ও শিল্পসামগ্রী চুরি হয়েছে গ্রিন ভল্ট থেকে (ছবি)


২৬ নভেম্বর ২০১৯ ২০:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মানির ড্রেসডেন সিটির একটি প্রাসাদ থেকে অন্তত ১০০টি অমূল্য হীরা-রত্ন ও ঐতিহাসিক শিল্পসামগ্রী চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে। তবে তাদের কাউকে এখনো ধরা পুলিশের পক্ষে সম্ভব হয়নি। রাজকীয় ওই প্রাসাদের গ্রিন ভল্টে অন্তত ৪ হাজার মূল্যবান ঐতিহাসিক সামগ্রী সংরক্ষিত রয়েছে। খবর সিএনএনের।

সোমবার (২৫ নভেম্বর) বেশ কয়েকজন দুর্বৃত্ত এই চুরির কাণ্ড ঘটান। ভোর ৪টা ৫৯ মিনিটে পুলিশ প্রথম ফোন কলটি পায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো কাপড়ে মোড়ানো দুজন লোক দ্রুত গ্যালারিতে প্রবেশ করে ও কুঠার দিয়ে গ্লাস ভাঙে। অন্তত ৯ বার আঘাত করে তাদের একজন। তারপর মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

যখন এই চুরির ঘটনা ঘটেছে তখন পার্শ্ববর্তী সড়কের বাতিগুলোতে বৈদ্যুতিক গোলোযোগ হয়েছিল। পুলিশ ভাবছে দুটি ঘটনার যোগসূত্র রয়েছে। এছাড়া অডি এ৬ মডেলের একটি গাড়িতে করে চোররা পালিয়েছে বলে ধারণা করা হয়। পোড়ানো অবস্থায় তেমনও একটি গাড়ির সন্ধান পাওয়া গেছে।

চুরি হওয়া মূল্যবান সামগ্রীগুলো কোথাও বিক্রি না করে গলিয়ে ফেলা হতে পারে আশঙ্কা রয়েছে। যেসব ঐতিহাসিক সামগ্রী চুরি হয়েছে সেগুলোর তালিকা প্রকাশিত হয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো,

ডায়মন্ড হ্যাট ক্লেশ্প

ডায়মন্ড এপুলিট্টি

সোয়র্ড অ্যান্ড সেকাবার্ড

অর্ডার অব দ্য হোয়াইট ঈগল জুয়েল

অর্ডার অব দ্য হোয়াইট ঈগল ব্রেস্ট স্টার

বো-শেপড ব্রোউচ

পালমেট-শেপড ট্রিংকেট

স্ট্রিং অব পার্লস

গ্রিন ভল্ট জার্মানি ড্রেসডেন শিল্পসামগ্রী চুরি হীরা চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর