Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু


২৭ নভেম্বর ২০১৯ ০১:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর গুলশানে প্রাইভেটকারের ধাক্কায় শামছুজ্জামান লাবু (৪০) নামের এক নিরাপত্তা কর্মী মারা গেছেন। তিনি ফোরজিএস কোম্পানির নিরাপত্তাকর্মী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গুলশান-১ এ এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করে।

ফোরজিএস কোম্পানির সিকিউরিটি কমান্ডার জাফর আলী জানান, মৃত লাবু তাদের কোম্পানির মাধ্যমে গুলশান-১ পিৎজাহাট রেস্টুরেন্টে নিরাপত্তা কর্মী ছিল। রাতে রেস্টুরেন্টের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

নিরাপত্তাকর্মী প্রাইভেটকার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর