Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালাস পাওয়া মিজানের বিরুদ্ধে আপিল করা হবে: আইজিপি


২৭ নভেম্বর ২০১৯ ১৫:০৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ১৫:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলার রায়ে খালাস পাওয়া মিজানুর রহমান ওরফে বড় মিজানের বিষয়ে আপিল করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আদালত রায়ে যে সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন, তাতে পুলিশ সন্তুষ্ট। তবে যে একজন খালাস পেয়েছে তার বিষয়ে আমরা আপিল করবো। আদালতের রায় পর্যবেক্ষণ করে তার বিরুদ্ধে আপিল করা হবে।’

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে পুলিশ সদর দফতরে কাবাডি ফেডারেশনের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, এই মামলায় তদন্ত কর্মকর্তারা নিরলসভাবে যে তদন্ত কার্যক্রম চালিয়েছেন, রায়ে আমরা সে ফল পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এর আগে, দুপুর ১২টা ৫ মিনিটে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। ফাঁসিতে ঝুলিয়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও ঘোষণা করা হয়।

তবে, দালিলিক প্রমাণ না থাকায় মামলার আরেক আসামি নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দিয়েছেন আদালত। ২০১৬ সালের ১ জুলাই নৃশংসতম ওই জঙ্গি হামলার ঘটনা ঘটে।

ফাইল ছবি

আইজিপি খালাস পাওয়া আসামি মিজান খালাস পাওয়া মিজানুর টপ নিউজ ড. জাবেদ পাটোয়ারি হলি আর্টিজান মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর