জলবায়ু সম্মেলনে যোগ দিতে রোববার স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৭ নভেম্বর ২০১৯ ১৫:০৩
ঢাকা: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কোপ-২৫) অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেন সফরে যাচ্ছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রীর আসন্ন স্পেন সফর নিয়ে বুধবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন সম্মেলনের ২৫ তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে স্পেনের মাদ্রিদের উদ্দেশে আগামী ১ ডিসেম্বর (রোববার) ঢাকা ছাড়বেন। আগামী ২ ডিসেম্বর সম্মেলনে যোগ দিবেন তিনি। একইদিন স্পেন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নিবেন তিনি। আগামী ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী আরও জানান, জলবায়ুবিষয়ক আসন্ন সম্মেলন ঢাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। এই সফরে প্রধানমন্ত্রী স্পেন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকের মূল এজেন্ডা হলো ওই দেশে বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করা।