‘সেনাপ্রধানের মিয়ানমার সফর দুই দেশের জন্য মঙ্গলজনক হবে’
২৭ নভেম্বর ২০১৯ ১৫:৩৯
ঢাকা: আগামী মাসে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার সফরে যাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তার এই সফর দুই দেশের জন্য মঙ্গলজনক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, মিয়ানমার আমাদের শত্রু না বন্ধু দেশ। তবে রোহিঙ্গা সমস্যা সৃষ্টি করেছে মিয়ানমার। আবার এই বিষয়ে তারাই বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তাই তাদেরকেই এই সংকটের সমাধান করতে হবে।
বিশ্বের অন্যান্য দেশ যেখানে মিয়ানমারের সাথে সম্পর্ক ছিন্ন করছে সেখানে বাংলাদেশের সেনাপ্রধান কেন সে দেশ সফরে যাচ্ছেন, সাংবাদিকরা সে প্রশ্ন করেন।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের সেনাপ্রধান মিয়ানমার সফরে গেলে দেশের মঙ্গল হবে। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে সংকটের সমাধান করতে।
প্রসঙ্গত, আগামী ৮ ডিসেম্বর মিয়ানমার সফরে যাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান। সফরে তিনি ৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন।
একাধিক সূত্র জানিয়েছে, এই সফরের সঙ্গে চলমান রোহিঙ্গা সংকটের কোনো সম্পৃক্ততা নাই। দুদেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম ও শক্তিশালী সম্পর্ক গড়া এই সফরের মূল উদ্দেশ্য।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন রোহিঙ্গা সংকট সেনাপ্রধান জেনারেল আজিজ