Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওজনে কম ও কারচুপি করায় ৩ প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা


২৭ নভেম্বর ২০১৯ ১৬:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ওজনে কম দেওয়া ও পরিমাপে কারচুপির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। বিএসটিআইয়ের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিউমার্কেট এলাকার মেসার্স স্বর্ণ কানন জুয়েলার্স ও মেসার্স মিজান জুয়েলার্স এর ওজন ও পরিমাপক যন্ত্রের ওজনে তারতম্য দেখতে পাওয়ায় প্রতিষ্ঠান দুইটিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই অভিযানে মেসার্স অমিত অ্যান্ড ব্রাদার্স কাপড় পরিমাপে মিটার স্কেলের পরিবর্তে নন স্ট্যান্ডার্ড কাঠের গজকাঠি ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্ব সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন ও পরিদর্শক মো. লিয়াকত হোসেন অংশ নেন।

কারচুপি জরিমানা বিএসটিআই

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর