জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ইটভাটার স্তূপ করা মাটি চাপা পড়ে সবুজ হোসেন (৩০) নামে এক শ্রমিক মারা গেছেন। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার তিলকপুর এলাকায় মেসার্স আবুল খায়ের ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।
সবুজের বাড়ি নওগাঁর সদর উপজেলার ধুপাইপুর গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিলকপুর এলাকায় মেসার্স আবুল খায়ের ইটভাটায় অন্য শ্রমিকদের সঙ্গে মাটি সরানোর কাজ করছিলেন সবুজ। হঠাৎ মাটি ধসে পড়লে সবুজ চাপা পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।