চুয়াডাঙ্গায় হত্যা মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড
২৭ নভেম্বর ২০১৯ ২১:০৩
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় হত্যা মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। সে সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন আব্দুস সামাদ, হাসিবুল ইসলাম, আফজাল হোসেন ও নাজমুল আহসান। রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি বেলাল হোসেন।
আসামিরা হলেন— উপজেলার কায়েতপাড়া গ্রামের দুখি প্রামাণিকের ছেলে আবদার হোসেন (৪৩), মরহুম আনসার আলী মণ্ডলের ছেলে ইউনুচ আলী (৫৫), তাহাজ উদ্দিন মণ্ডলের ছেলে মুনিয়ার মণ্ডল (৫৫), রামদিয়া গ্রামের মরহুম আব্দুল জলিলের ছেলে সলক (৪২) ও আমজেদ আলীর ছেলে কবির আলী জোয়ার্দ্দার (৩৫)।
মামলার বিবরণীতে অভিযোগ করা হয়, ২০১৭ সালের ১৯ এপ্রিল রাতে উপজেলার কায়েতপাড়া গ্রামের জিয়াউর রহমান জিয়া এবং তার ব্যবসায়িক পাঁচ অংশীদার লিজ নেওয়া বিল পাহারা দিচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে তারা কায়েতপাড়া-নারায়নকান্দি বিলের পারে চলে আসেন। সে সময় দুর্বৃত্তরা জিয়াকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পরে জিয়ার ভাই আসাদুল মণ্ডল কয়েকজনের নাম উল্লেখ করে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি পাঁচজনকে অভিযুক্ত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লুৎফুল কবির আদালতে প্রতিবেদন জমা দেন। ২২ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। পাঁচ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়।