Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সহায়তা করবে ইউএই’র আরএকে ব্যাংক


২৭ নভেম্বর ২০১৯ ২০:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে জনতা ব্যাংকের সঙ্গে পার্টনারশিপে রেমিট্যান্স পাঠাতে সংযুক্ত আরব আমিরাতের (ইইউই) আরএকে ব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৭ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের চার্জ ডি অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আলির নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এর ফলে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ অনেকগুণে বাড়বে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে আমাদের প্রচুর রেমিট্যান্স প্রেরণকারী রয়েছেন। এটি আমাদের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী দেশ। ২০১৮-১৯ অর্থবছরে সেখা থেকে ২.৫৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ইউএই থেকে একটা বড় অংশ অবৈধপথে রেমিটেন্স পাঠায়। যেটা তাদের জন্য এবং দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাছাড় যে পরিমাণ রেমিট্যান্স দেশে আসার কথা সেটার অর্ধেকও আসে না। এটা না আসার কারণ হলো সেখান থেকে রেমিট্যান্স পাঠানোর কোনো সহজ রাস্তা নেই। সেজন্য প্রবাসীরা ভিন্ন পথে রেমিট্যান্স পাঠায় এটাকে বৈধ পথে আনার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

জনতা ব্যাংক সংযুক্ত আরব আমিরাত থেকে তাদের শাখার মাধ্যমে রেমিট্যান্স পাঠায় উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের শাখা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। আরএকে ব্যাংকের প্রচুর শাখা রয়েছে। ফলে আরএকে ব্যাংক ও জনতা ব্যাংক পার্টনারশিপের মাধ্যমে প্রবাসীদের সহায়তা করতে পারবে। এতে করে দেশে প্রবাসীরা সহজে রেমিট্যান্স পাঠাতে পারবে। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স প্রেরণ অনেক গুণে বেড়ে যাবে।’

অর্থমন্ত্রী আরএকে জনতা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর